স্ত্রীকে পিটিয়ে হত্যায় স্বামী আটক
ফাইল ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকাসক্ত স্বামীর মারপিটে নারগিস খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী রেজাউল করিমকে (৪০) আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার সোনাখাড়া বিলেরপাড় গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে। নিহত নারগিস খাতুন জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলেরপাড় গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলেরপাড় গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতেন। শনিবার সকালে বাজারে চা পান করে বাড়ি ফিরে নারগিসকে ব্যাপক মারপিট করলে তিনি গুরুতর আহত হন। প্রতিবেশীরা নারগিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে।
ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’