রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে যুবক নিহত
দুমড়ে-মুচড়ে যাওয়া মাহিন্দ্রা
রাঙ্গামাটির রাজস্থলীতে সরকারি টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে হ্লাথোয়াচিং মারমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই মাহিন্দ্রার চালক। এ সময় মাহিন্দ্রার তিন যাত্রীও আহত হয়েছেন।
শনিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে রাজস্থলীর ২নং গাইন্দ্যা পাড়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সরকারি খাদ্য সরবরাহ বহনকারী ট্রাক পণ্য নিয়ে রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মাহিন্দ্রার চালক হ্লাথোয়াচিং মারমা মারা যান।
এ সময় আরও তিনজন আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয় এবং আরেকজনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজস্থলী ও চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শংকর হোড়/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ