ফতুল্লায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ৩
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) দিনগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- দেওভোগ মাদরাসা এলাকার খোকা মিয়ার ভাড়াটিয়া পারভেজ মিয়ার ছেলে তুহিন (২০), একই এলাকার আনিসুর রহমান হিরার ভাড়াটিয়া মৃত কফিল উদ্দিনের ছেলে রুবেল (২১) ও পারভেজ মিয়ার ভাড়াটিয়া ইউসুফ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২)।
এর আগে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, শবে বরাতের নামাজের জন্য ওই তরুণী বাসার বাইরে খোলা বাথরুমে ওজু করতে যান। এ সময় গ্রেফতার তিন যুবক মেয়েটিকে পাশের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রাসেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগী তরুণী মামলা করেছেন। এরপরই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, ওজু করার সময় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম