ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:০১ এএম, ২০ মার্চ ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর শুভ (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (২০ মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের ছেলে। সে চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান জাগো নিউজকে বলেন, শুক্রবার বিকেলে দোলযাত্রা শেষে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুলজোড় নদীতে গোসলে নামে শুভ। নদীতে সাঁতার কাটার এক পর্যায়ে শুভ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দুদিন উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি। রোববার সকালে ঘটনাস্থলের ৫০০ মিটার দূরে শুভর ভাসমান মরদেহ দেখে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেন।

এসজে/এমএস