৩ দিনের ছুটি শেষে হিলিতে আমদানি-রফতানি শুরু
টানা তিন দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল থেকে আমদানি-রপ্তানির ট্রাক আসা-যাওয়া করছে। একই সঙ্গে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম চালু হয়েছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুর রহমান লিটন।
তিনি বলেন, বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তিন দিনের ছুটি শেষে আজ সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জাগো নিউজকে বলেন, টানা তিন দিনের ছুটি শেষে আজ থেকে হিলি বন্দরে পণ্য আমদানি রপ্তানি ও পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
মো. মাহাবুর/এসজে/এমএস