ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড় জেলা আ’লীগের সভাপতি সুজন, সম্পাদক সম্রাট

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২২

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সহ-সভাপতি হয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।

রোববার (২০ মার্চ) পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আনোয়ার সাদাত সম্রাটের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মজাহারুল হক প্রধান বক্তব্য রাখেন ।

সফিকুল আলম/এসআর/জিকেএস