ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসছে ‘প্রত্যয়’
উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’কে আনা হচ্ছে। তবে এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিএর কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘উদ্ধারকারী জাহাজটি আরিচা থেকে রওনা হয়েছে। তবে কখন নাগাদ পৌঁছাতে পারে সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
এদিকে দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া সিটি গ্রুপের মালিকানাধীন এমভি রূপসী-৯ নামের কার্গো জাহাজটি আটক করেছে নৌপুলিশ। দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় কার্গোটি মুন্সিগঞ্জের হোসেন দ্য ডকইয়ার্ডে নোঙর করে। পুলিশ সেখান থেকে কার্গোটি আটক করে।
এর আগে দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। বাকিদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৩ থেকে ১৫ জন।
প্র্যক্ষদর্শীরা জানান, শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এম ভি আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ। পথে এমভি রূপসী-৯ নামের কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। লঞ্চটিকে ঠেলে অনেক দূর নিয়ে যায়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়।
এ ঘটনায় ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস