ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লঞ্চডুবি নিছক দুর্ঘটনা নয়, মানুষ হত্যার নামান্তর: মৃণাল কান্তি

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:০৮ পিএম, ২০ মার্চ ২০২২

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা প্রসঙ্গে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস বলেছেন, আজকের দুর্ঘটনা নিছক কোনো দুর্ঘটনা মনে করি না। এটি ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করার নামান্তর।

রোববার (২০ মার্চ) রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন করে এসব কথা বলেন এমপি মৃণাল কান্তি দাস।

এমপি বলেন, ‘মুন্সিগঞ্জ থেকে শুরু করে নদীর দুপাড়ে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প-কারখানাগুলোর জাহাজ যত্রতত্রভাবে নদীতে পার্কিং করে রাখে। বিভিন্ন ট্যাংকারগুলো এদিকে চলাচল করে। যে লঞ্চগুলো এখানে চলাচল করে সেগুলোও ফিটনেসবিহীন। আমারা সবাই দেখি কিন্তু কিছু বলার নেই। মানুষের জীবন বারবার এভাবেই যাবে—আমরা নদীর পাড়ে আসবো, শোকাহত জনগণকে সান্ত্বনা দেবো, আইনের কথা বলবো, বিচারের কথা বলবো।’

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মৃণাল কান্তি দাস।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। বাকিদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৩ থেকে ১৫ জন।

প্র্যক্ষদর্শীরা জানান, শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এম ভি আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ। পথে এমভি রূপসী-৯ নামের কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। লঞ্চটিকে ঠেলে অনেক দূর নিয়ে যায়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়।

এ ঘটনায় ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করা হয়েছে।

ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।

মোবাশ্বির শ্রাবণ/এসআর