ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে পর্দায় দেখতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ১২:০০ পিএম, ২১ মার্চ ২০২২

দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে পটুয়াখালীর পায়রায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজই উদ্বোধন হতে যাচ্ছে ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে না পারলেও পর্দায় দেখতে কাঠপোড়া রোদে ভিড় জমাচ্ছেন শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষ।

সোমবার (২১ মার্চ) কলাপাড়ায় প্রধানমন্ত্রী এলেও জনসম্মুখে তিনি না আসায় অনেকে হতাশ। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট সংলগ্ন ধানখালীর মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পর্দায় প্রধানমন্ত্রীকে দেখতে হাজির হচ্ছেন অনেকে।

প্রধানমন্ত্রীকে পর্দায় দেখতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে ভিড়

প্রধানমন্ত্রীকে দেখতে আসা ষাটোর্ধ্ব কাদের ব্যাপারী জাগো নিউজকে জানান, আজ প্রধানমন্ত্রী বাড়ির পাশে আসছেন, পুরো কলাপাড়ার মানুষ আনন্দিত। তবে তাকে সরাসরি দেখতে পারলে আরো ভালো লাগতো। সরাসরি দেখতে না পারলেও পর্দায় দেখতে হাজির হয়েছি।

প্রধানমন্ত্রীকে পর্দায় দেখতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে ভিড়

প্রধানমন্ত্রীর জন্য রোদে অপেক্ষা করা রাসিদা বেগম (৬০) জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীকে অনেক ভালো লাগে, তাই রোদে বসে আছি। সরাসরি দেখতে পারলে খুসি হতাম।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো কলাপাড়া নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। কলাপাড়া উপজেলাবাসীর কাছে আজকের দিনটি বিশেষভাবে স্মরণীয়।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম