ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ মার্চ ২০২২

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আম্বিয়া খাতুন (৫১) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) সকালে উপজেলার বরমী কাশিজুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আম্বিয়া খাতুন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া গ্রামের মোতালেবের স্ত্রী।

জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহীদুল্যাহ জানান, সকালে রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আম্বিয়া খাতুন মারা যান। তিনি উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি এলাকায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম