ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে সাবেক নারী মেম্বারের মৃত্যু
ফাইল ছবি
কুষ্টিয়ার মিরপুরে স্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে জয়নব আরা বেগম (৪৮) নামের সাবেক নারী ইউপি সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নব ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী। তিনি পাটিকাবাড়ী ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জাগো নিউজকে বলেন, ‘কপোতাক্ষ এক্সপ্রেস টেনে রাজশাহী যাওয়ার জন্য পোড়াদহ স্টেশনে অপেক্ষা করছিলেন জয়নব আরা বেগম। তিনি ডাক্তার দেখাতে রাজশাহী যাচ্ছিলেন। ট্রেন আসার পর উঠতে গেলে পা পিছলে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আল-মামুন সাগর/এসজে/এএসএম