ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাঙ্গা এখন সিঙ্গাপুর: নিক্সন চৌধুরী

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২১ মার্চ ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উন্নয়ন প্রসঙ্গে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন (নিক্সন চৌধুরী) বলেছেন, ভাঙ্গা আর ভাঙ্গা নেই। ভাঙ্গা এখন সিঙ্গাপুর।

সোমবার (২১ মার্চ) বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

jagonews24

নিক্সন চৌধুরী আরও বলেন, ‘ভাঙ্গা এখন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ ভাঙ্গার রাস্তা দেখতে আসে।’

ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে ২৪০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মানমন্দির নির্মিত হবে জানিয়ে তিনি বলেন, ‘এই মানমন্দির দেখার জন্য বিদেশ থেকে মানুষ আসবে। এছাড়া ভাঙ্গায় ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে রেলওয়ে স্টেশন।’

jagonews24

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল আহসান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম