ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রধান শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২১ মার্চ ২০২২

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সুরাইয়া সুলতানা (৫৩) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া (শিশটিরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া সুলতানা পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের শাহ মো. আবুল কাশেম সাজুর স্ত্রী। তিনি সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুরাইয়া সুলতানা বিদ্যালয় ছুটির পর ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে গোয়াপলপাড়া এলাকায় পেছনে থাকা একটি ইজিবাইক সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন সুরাইয়া। এ সময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা সুরাইয়া সুলতানাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমানও সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদ খন্দকার/এসজে/এএসএম