ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

সাতক্ষীরার শ্যামনগরে ট্রলিচাপায় রাজ হোসেন (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ হোসেন ভেটখালি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও সোনামনি কিন্ডার গার্ডেনের ৩য় শ্রেণির ছাত্র।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জাগো নিউজকে জানান, রাজ স্কুলের ছুটি শেষে বাড়িতে ফিরছিল। এ সময় একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস/পিআর