ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের দুই ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৪ মার্চ ২০২২

চাঁপাইনবাবগঞ্জে দুই এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে গুদামে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে তাদের এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, শহরের শিবতলা এলাকায় গুদামে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে মেসার্স লুনা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে মেসার্স জাহিদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম