ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত থেকে চিটাগুড় আমদানি শুরু

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৫ মার্চ ২০২২

দেশের বাজারে প্রচুর চাহিদা থাকায় দীর্ঘ এক বছর বন্ধের পর আবারো হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে চিটাগুড় আমদানি শুরু হয়েছে। জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক চিটাগুড় আমদানি করছে।

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় ভারতের উত্তরপ্রদেশ থেকে ৫০টি চিটাগুড়বোঝাই ওয়াগন বেনাপোল সীমান্ত দিয়ে হিলি রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

হিলি রেলস্টেশন কার্যালয় সূত্র জানায়, এদিন সকালে স্টেশনে ৫০টি ওয়াগনে চিটাগুড় আমদানি করা হয়। এরআগে ওয়াগনগুলো বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

jagonews24

সূত্র আরও জানায়, আমদানি করা চিটাগুড়ের পরিমাণ দুই হাজার ৭ টন, যা থেকে ২০ লাখ টাকা রাজস্ব পেয়েছে রেল কর্তৃপক্ষ।

জানতে চাইলে চিটাগুড় আমদানিকারক আনোয়ারুল হক জাগো নিউজকে বলেন, ‘দেশে লোকসানের কারণে বিভিন্ন স্থানের বেশকিছু চিনিকল বন্ধ রয়েছে। এতে চিটাগুড়ের উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে। দেশের বাজারে চিটাগুড়ের ভালো চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটাতে ভারত থেকে রেলপথে চিটাগুড় আমদানি করা হচ্ছে।’

jagonews24

আবু রায়হান নামের এক ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, ‘আগে বাংলাদেশ থেকে ভারতে চিটাগুড় রপ্তানি করা হতো। কিন্তু দেশের বেশকিছু চিনি কল বন্ধ হওয়ার কারণে চিটাগুড় উৎপাদনের ঘাটতি পড়ে। ফলে দেশের চাহিদা থাকায় এখন ভারত থেকে চিটাগুড় আমদানি করতে হচ্ছে।’

jagonews24

তিনি বলেন, ‘আমদানি করা এসব চিটাগুড় গবাদিপশু, মুরগি ও মাছের খাদ্য তৈরির বিভিন্ন কারখানায় সরবরাহ করা হচ্ছে। তবে সড়কপথে পণ্য আমদানিতে বেশ ঝামেলা। বন্দরের ভেতরে জায়গা নেই। গাড়ি সময়মতো বের হতে পারে না। এরকম অনেক ঝামেলা পোহাতে হয়। বিপরীতে রেলপথে আমদানিতে তেমন সমস্যা নেই। যে কারণে রেলপথ দিয়ে চিটাগুড় আমদানি করা হচ্ছে।’

jagonews24

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার জানান, দীর্ঘ এক বছর বন্ধের পর হিলিতে রেলপথ দিয়ে আবারো ভারত থেকে চিটাগুড় আমদানি শুরু হয়েছে।

মো. মাহাবুর রহমান/এসআর/এএসএম