ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কয়েলের আগুনে পুড়লো বিধবার দুই গরু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৫ মার্চ ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের বিধবা বিলকিস খাতুনের (৪০) গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিলকিস খাতুনের স্বামী আবু তাহের ছয় মাস আগে মারা গেছেন। এর পর থেকে তিনি ওই দুটি গরু লালনপালন করে দুই ছেলেকে নিয়ে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বিলকিস খাতুন প্রতি রাতের মতো বৃহস্পতিবারও গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে দেন। গভীর রাতে ওই কয়েলের আগুন থেকে প্রথমে গোয়ালঘরের বেড়ার পাটকাঠিতে আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এসময় বিলকিসের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রের আনার আগেই বিলকিসের শেষ সম্বল গরু দুটি পুড়ে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, ভুক্তভোগী বিধবা বিলকিস খাতুনের গোয়ালঘরে আগুনে পুড়ে যে দুটি গরু মারা গেছে তার আনুমানিক মুল্য দেড় লাখ টাকা।

এদিকে, খবর পেয়ে শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্তের বাড়িতে যান দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

হযরত আলী বলেন, আমি তাকে ব্যক্তিগতভাবে নগদ অর্থসহায়তা দিয়েছি। পরবর্তীকালে ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়া উপজেলা পরিষদকে বিষয়টি জানিয়ে সেখান থেকে সহযোগিতার জন্য অনুরোধ করা হবে।

সালাউদ্দীন কাজল/এমআরআর/এমএস