পাবনা পুলিশ লাইন্স স্কুলে হলো ‘শিশুদের বন্ধু বঙ্গবন্ধু’ কর্নার
‘শিশুদের বন্ধু বঙ্গবন্ধু’ কর্নারের উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান
পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের দেওয়ালে ‘শিশুদের বন্ধু বঙ্গবন্ধু’ কর্নারের উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এ কর্নার তৈরি করা হয়।
শনিবার (২৬ মার্চ) দুপুরে এর উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, ছোটবেলায় বঙ্গবন্ধুর ডাকনাম ছিল ‘খোকা’। আচরণে তিনি খোকাদের মতোই সরল ছিলেন। মানুষকে ভালোবাসতেন, শত্রু-মিত্র সবাইকে বিশ্বাস করতেন। জাতির পিতার আদর্শ, জীবনকর্ম, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা আজকের শিশুরা জানতে পারলে আগামী প্রজন্ম উপকৃত হবে। শিশুরা নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে বড় করে তুলবে।
তিনি আরও বলেন, সব শিশু অনুপ্রাণিত হবে জাতির পিতার আদর্শে এ লক্ষ্য নিয়েই স্থাপন করা হলো বঙ্গবন্ধু শিশু কর্নার। এটি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত হলে শিশুরা উপকৃত হবে, জাতি উপকৃত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাসুদ আলম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অখিল চন্দ্র কুন্ডু, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।
আমিন ইসলাম জুয়েল/এসজে/এএসএম