ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে বাসচাপায় কলেজশিক্ষক নিহত

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৮ মার্চ ২০২২

ফরিদপুর সদর উপজেলার পূর্বগঙ্গাবর্দী বাজারের সামনে সোহাগ পরিবহনের একটি বাসের চাপায় মো. সালাউদ্দিন আহমেদ নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।

সালাউদ্দিন আহমেদ উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের বাসিন্দা। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার একটি কলেজে শিক্ষকতা করতেন।

রোববার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মামুন জাগো নিউজকে বলেন, সোহাগ পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমএএইচ/