ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকনিকের চাঁদা না পেয়ে নারী মেম্বারের হাত ভেঙে দিলেন বখাটেরা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৮ মার্চ ২০২২

বগুড়া সারিয়াকান্দিতে পিকনিকের চাঁদা না পেয়ে রাশিদা বেগম নামে এক নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা করেছে বখাটেরা। এ সময় তার স্বামী ইন্তেজার রহমানকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে রাশিদা বেগমকেও মারধর করা হয়। এতে তার বাঁ হাতের তুই জায়গায় ভেঙে যায়।

সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলা সদর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ৩১ জানুয়ারি সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্য নির্বাচিত হন ইন্তেজার রহমানের স্ত্রী রাশিদা বেগম। কিন্তু নির্বাচনের আগে রাশিদার কাছে পিকনিকের কথা বলে তার গ্রামের কিছু লোক ৭ হাজার টাকা চাঁদা দাবি করেন।

নির্বাচিত হওয়ার পরও ওই টাকা না দেওয়ায় সোমবার সকালে একই গ্রামের ছাত্তার মোল্লার ছেলে আমরুল মোল্লা, মুগলু মোল্লার ছেলে আইজার মোলা ও আইদুল মোল্লাসহ ১০-১৫ জন লাঠিসোটা নিয়ে রাশিদার বাড়িতে হামলা করেন। এ সময় রাশিদার স্বামী ইন্তেজার রহমানকে মারধর করেন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে লাঠির আঘাতে রাশিদার হাত ভেঙে যায়। রাশিদা এবং ইন্তেজারকে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মাহবুব হোসেন সরদার জাগো নিউজকে বলেন, আহত অবস্থায় নারী ইউপি সদস্য ও তার স্বামীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ইউপি সদস্যের হাতের ভাঙা জায়াগায় থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে শজিমেক হাসপাতালে রেফার করা হয়।

রাশিদার নিকট আত্মীয় অফরোজা বলেন, আমি রাশিদার সঙ্গে হাসপাতালে আছি। চিকিৎসক বলেছেন হাতে অপারেশন করা লাগবে। তাই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আহত ইউপি সদস্য রাশিদা বেগম মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, ‘নির্বাচনের আগে আমরুল, মুগলু, আইজার এবং আইদুল পিকনিকের কথা বলে আমার কাছে ৭ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন অল্প কিছু টাকা দিয়ে আমার জন্য তাদের কাজ করতে বলি। পরবর্তীতে তারা আমার পক্ষে কোনো কাজ করেনি। নির্বাচনের পর তারা আমাকে টাকার জন্য চাপ দিতে থাকে। ফলে তাদের সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়।

রাশিদা আরও বলেন, সোমবার সকালে তারা দলবদ্ধ হয়ে আমার বাড়িতে হামলা করে আমার স্বামীকে বেধড়ক মারধর করে। স্বামীকে বাঁচাতে গেলে তারা আমার বাঁ হাতের দুই জায়গায় ভেঙে দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আইদুল বলেন, পিকনিকের টাকা দেওয়ায় কথা বলে মেম্বার আমাদের টাকা দেয়নি, এটা ঠিক? রোববার রাতে আমাদের বাড়ির সামনের দোকানে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সকালেও একবার মারামারি হয়েছে। তারাও আমাদের মেরেছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এএসএম