ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপপুর পারমাণবিক প্রকল্পের আবাসিক ভবনে আগুন

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৯ মার্চ ২০২২

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের আবাসিক গ্রিনসিটির একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ মার্চ) রাতে গ্রিনসিটির তিন নম্বর গেট সংলগ্ন ভবনের ১০ম তলার ১০৫ নম্বর ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ফ্ল্যাটে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, রাতে ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের সময় ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। এ সময় ভবনে থাকা অন্যান্যরা ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে নিচে নেমে যান।

তিনি আরও জানান, ঈশ্বরদী ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে একটি ফ্রিজ ও এসি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয় বলে ধারণা করা হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস