সেন্টমার্টিন থেকে আপাতত সরানো হচ্ছে না বেওয়ারিশ কুকুর
বন্দি করা ৩৬ বেওয়ারিশ কুকুর ছেড়ে দেওয়া হয়েছে
সেন্টমার্টিন থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ মার্চ) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আগে সোমবার রাতে পরিবেশবাদী সংগঠনের বাধার মুখে ৩৬টি কুকুর ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বিকেল ৪টা থেকে সেন্টমার্টিন জেটিঘাট এলাকা থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। প্রথম দিনে জাল ও ফাঁদ পেতে ৩৬ টি কুকুর বন্দি করা হয়। সেগুলো টেকনাফ মূল ভূ-খণ্ডের বিভিন্ন স্থানে পুনর্বাসন করার কথা ছিল।
পিপল ফর ই-পেপার অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিবুল হক বলেন, মালিকবিহীন কোনো প্রাণী হত্যা বা অপসারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই রাষ্ট্রের কোনো নাগরিক তো নয়ই প্রশাসনও কুকুর নিধন বা অপসারণ করতে পারে না।
এ প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ জাগো নিউজকে বলেন, বেওয়ারিশ কুকুর নিধন বা অপসারণের বিষয়ে উচ্চ আদালতে পরিবেশবাদী সংগঠনের করা একটি রিট রয়েছে। এর প্রেক্ষিতে তারা কুকুর পুনর্বাসন প্রক্রিয়ায় বাধা দেন। এ কারণে উদ্যোগটি আপাতত বন্ধ করা হয়েছে।
আরএইচ/এএসএম