সাতক্ষীরায় ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন
বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা
সাতক্ষীরায় ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) শহরের বাঁকাল ইসলামপুর মাঝেরপাড়া ফুটবল মাঠে এ ক্যাম্পেইন আয়োজন করে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’।
সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে ও বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি আসাদ, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক এস এম হাবিবুল হাসান, বারসিকের যুব সংগঠক মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় অভিভাবক লাভলু রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় কিশোরীদের লাল কার্ড প্রদান করে বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম