প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর প্রেমিকার মরদেহ উদ্ধার
ফাইল ছবি
বগুড়া সারিয়াকান্দিতে প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির জেরে আত্মহত্যা করেছে সাগর মিয়া (১৭) নামে এক কলেজছাত্র।
বুধবার (৩০ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সাগর উপজেলার বড় কুতুবপুর গ্রামের মোস্তাফিজার রহমান সরকারের ছেলে। সে চন্দনবাইশা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সাগরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে তারা যমুনা নদীর পাড়ে দেখা করে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সাগর অভিমান করে তার নিজ বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধানক্ষেত থেকে বাড়ি ফিরে তার মা শরিফা বেগম ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাগরের মা শরিফা বেগম বলেন, সাগর শ্যালোমেশিনে বোরোধানে পানি দেওয়ার কথা বলে সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়। তার কিছুক্ষণ পর আমি ছাগল নিয়ে ধানক্ষেতে যাই। সাগরের ফিরতে দেরি হওয়ায় দুপুরে বাড়িতে এসে দেখি ঘরে সাগর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মৃতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি প্রেমঘটিত কি না তা বের করতে আমাদের তদন্ত চলছে আছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এসজে/এএসএম