ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতের সরকারে পরিণত হয়েছে আ’লীগ: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ৩১ মার্চ ২০২২

আওয়ামী লীগ সরকার ডাকাতের সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বরং বিগত সময়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলায়ই সাড়ে সাত হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।

ডাকাতের সরকারে পরিণত হয়েছে আ’লীগ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব বলেন, যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয় সে দেশে গরিবদের নিয়ে কি ধরনের উপহাস করা হচ্ছে তা সহজেই অনুমেয়। দেশে চলমান টিসিবির কার্ড বিতরণ নিয়ে দলীয়করণ এবং অরাজকতা কোন পর্যায়ে ঠেকেছে আপনারা বুঝতে পারছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন।

তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম