ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিরাপদ সড়কের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ৩১ মার্চ ২০২২

ফরিদপুরে বাসচাপায় কলেজশিক্ষক নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে ডায়াবেটিক মেডিকেলের শিক্ষার্থীরা।

বহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

নিরাপদ সড়কের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, ২৭ মার্চ রোববার শহরের গঙ্গাবর্দী এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মাগুরা সত্যজিতপুর কলেজের শিক্ষক মো. সালাউদ্দিন আহমেদ নিহত হন। বাসটি সালাউদ্দিনের মরদেহ টেনে বেশ কিছু দূরে নিয়ে যান। নিহত শিক্ষকের বড় মেয়ে ফাতেমা ইয়াসমিন শেফা ডায়াবেটিক মেডিকেলের ২য় বর্ষের শিক্ষার্থী।

নিরাপদ সড়কের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধন থেকে সোহাগ পরিবহনের ওই বাসের চালকের শাস্তি দাবি করে অসহায় পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়। মানববন্ধনে নিহত শিক্ষকের মেয়ে ফাতেমা ইয়াসমিন শেফা, ঝর্ণা বর্মণ কথা, রাধিত ইসলাম, মো. ইয়াকুব, মো. গিয়াস প্রমুখ বক্তব্য দেন।

নিরাপদ সড়কের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

ফরিদপুর কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ্ জাগো নিউজকে বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম