বাগেরহাটে প্রতারণার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
গ্রেফতার নাজমুল হাসান সোহাগ
বাগেরহাটের রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান সোহাগকে (৩৫) গ্রেফতার করে র্যাব-৬ এর একটি দল। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। একটি সমিতির পরিচালকের দায়িত্ব নিয়ে অর্থআত্মসাতের অভিযোগে করা মামলায় বুধবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বুধবার বিকেলে রামপাল প্রেস ক্লাবে ওই অর্থআত্মসাতের ঘটনায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এসময় তারা অভিযোগ করেন, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বাসিন্দা নামজুল হাসান সোহাগ স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতি চালু করেন। ওই সমিতির পরিচালক সোহাগ ও তার কর্মীরা বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। পরবর্তীকালে ভুক্তভোগীরা টাকা চাইলে সোহাগ তাদের ভয়ভীতি দেখান।
র্যাব-৬ জানায়, ভুক্তভোগীরা প্রশাসনের বিভিন্ন অফিসের মাধ্যমে টাকা ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন এবং পরবর্তীকালে থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ৮টায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, সোহাগ খুলনা সদর থানার জিরোপয়েন্ট এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সোহাগকে রামপাল থানায় হস্তান্তর করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া সোহাগ গ্রেফতারের বিষয়ে রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন বলেন, কেউ কোনো অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করলে সংগঠন তার দায় নেবে না।
এমআরআর