ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০১ এপ্রিল ২০২২

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পদ্মা পারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করছেন পণ্যবাহী ট্রাকসহ শতশত যানবাহন।

শুক্রবার (১ এপ্রিল) সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

এছাড়াও ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় সড়কের প্রায় দেড় কিলোমিটার সড়কেও আটকে আছে শতাধিক যানবাহন।

jagonews24

নুরুজ্জামান মিয়া নামের এক ট্রাকচালক জানান, গরমের মধ্যেও গাড়িতে খাওয়া-দাওয়া ও ঘুমাতে হচ্ছে। প্রায় এক মাস ধরে দৌলতদিয়ায় ট্রাকচালকরা দিনের পর দিন আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছেন। কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না।

শিহাব উদ্দিন নামের এক বাসযাত্রী জানান, ২-৪ ঘণ্টা পর্যন্ত ফেরির জন‌্য অপেক্ষা করতে হচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধদের বেশি কষ্ট হচ্ছে। সময় মতো গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাট ব‌্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, এ রুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। মূলত অতিরিক্ত যানবাহনের চাপে লম্বার লাইন তৈরি হচ্ছে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে ছেড়ে দেওয়া হচ্ছে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম