ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দোল খাওয়ার সময় রশি ছিঁড়ে প্রাণ গেলো শিশুর

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০১ এপ্রিল ২০২২

দিনাজপুরের হিলিতে গাছে দড়ি টানিয়ে দোল খাওয়ার সময় দড়ি ছিঁড়ে হাবিবা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার সরঞ্জাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের সরঞ্জাগাড়ী গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে নিজ বাড়িতে একটি পেয়ারা গাছের ডালে দড়ি টানিয়ে দোল খাচ্ছিল হাবিবা। এক পর্যায়ে রশি ছিঁড়ে পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি হাবিবাকে মৃত ঘোষণা করেন।

হাবিবা শারীরিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

মাহাবুর রহমান/এসআর/জিকেএস