ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ফুচকা উৎসব

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০১ এপ্রিল ২০২২

ফরিদপুরে ব্যতিক্রমধর্মী ফুচকা উৎসবের আয়োজন করেছে ‘আমরা করবো জয়’ নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (১ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ ফুচকা উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের আয়োজন করেন ‘আমরা করবো জয়’ সংগঠনের ৩২ জন সদস্য। তারা জানান, ফুচকা বিক্রি টাকার লভ্যাংশ দিয়ে অসহায়, গরিব মানুষকে একটি ঘর অথবা মুদি দোকান করে দেওয়া হবে।

jagonews24

সংগঠনটির সভাপতি আহমেদ সৌরভ জাগো নিউজকে বলেন, ‘আমাদের সংগঠনটি সবসময় গরিব, অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করে। তারই অংশ হিসেবে আমাদের এ ফুচকা উৎসবের আয়োজন ‘

গত বছরও সংগঠনটির উদ্যোগে একজন গরিব মানুষকে ভ্রাম্যমাণ বেলপুরি কর্নার নামে একটা ভ্যান উপহার দেওয়া হয়েছিল।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস