ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে রোজা রাখছেন ৮ গ্রামের বাসিন্দা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০২ এপ্রিল ২০২২

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের ৮টি গ্রামের মুসলমানরা রোজা রাখা শুরু করেছেন।

শুক্রবার (১ এপ্রিল) তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন তারা।

গ্রামগুলো হলো- সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মামিনটোলা ও চরবাগানপাড়া, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট, রাধানঘর ও ৭৬ দিঘি এবং গোমস্তাপুর উপজেলার তিনটি।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হকু জাগো নিউজকে বলেন, মূলত আহলে হাদিসের কিছু মানুষ দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইদের নামাজ ও রোজা রাখেন। বিনোদপুর ইউনিয়নের তিনটি গ্রামের মুসলমানরা রোজা রেখেছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়।

সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, দেবিনগরের মামিনটোলা ও চরবাগানপাড়াসহ কয়েকটি পাড়ায় কিছু মানুষ প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখে। শুক্রবার তারাবির নামাজ আদায় করেছে তারা৷

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহমুদার রহমান জাগো নিউজকে বলেন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের অনেক জায়গাতেই রোজা ও ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। তবে এ বছর কোথায় কোথায় মিল রেখে শনিবার (২ এপ্রিল) রোজা রেখেছে তা আমাদের জানা নেই।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস