ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ৬ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সমাবেশ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০২ এপ্রিল ২০২২

বিড়িশিল্প রক্ষার দাবিতে পাবনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন সমাবেশের আয়োজন করে। সমাবেশে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিড়িতে শুল্ক কমানোসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

jagonews24

সমাবেশে শ্রমিক নেতারা বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, সরেজমিন পরিদর্শন ছাড়া বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করা এবং কাস্টমস কর্তৃপক্ষকে নকলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক হারিক হোসনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

jagonews24

সমাবেশে বক্তারা বলেন, দেশে শ্রমিকদের বড় একটি অংশ কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। সমাজের অসহায়, হতদরিদ্র, শারীরিক বিকলাঙ্গ, বিধবাসহ অসংখ্য শ্রমিকের পরিবারে রুটি-রুজি নির্ভর করে বিড়ি শিল্পের ওপর।

তারা আরও বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ির ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে। মাত্রাতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ফলে বিড়ি কারখানায় নিয়োজিত শ্রমিকরা কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

আমিন ইসলাম জুয়েল/এসআর/জিকেএস