অসুস্থ অবস্থায় উদ্ধার, ৩ মাস পর বনে ফিরে গেলো বানর
চিকিৎসা শেষে বানরটি বনে অবমুক্ত করা হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটায় তিনমাস আগে একটি অসুস্থ বানরকে উদ্ধার করা হয়। চিকিৎসা করানোর পর সুস্থ হওয়ায় প্রাণীটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) বিকেলে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে (ফাতরার বনে) বানরটিকে অবমুক্ত করে কুয়াকাটা বন্যপ্রাণী নোঙ্গরখানা কর্তৃপক্ষ।

কুয়াকাটা বন্যপ্রাণী নোঙ্গরখানার স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনমাস আগে উপজেলার জালালপুর এলাকা থেকে অসুস্থ অবস্থায় বানরটিকে উদ্ধার করা হয়। এরপর দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। আজ ফাতরার বনে বানরটি অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী নিয়ে কাজ করা পরিবেশকর্মী কেএম বাচ্চু জাগো নিউজকে বলেন, এরআগে ১৯টি বন্যপ্রাণী আমরা চিকিৎসা করে বনে অবমুক্ত করেছি। শুধু বানর নয়; সাপ, কচ্ছপ, বেজি, বিভিন্ন পাখিসহ সব ধরনের বন্যপ্রাণী অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আমরা নিয়ে এসে এই নোঙ্গরখানায় রাখি। পরে চিকিৎসা করে অবমুক্ত করে দেওয়া হয়।
বনবিভাগের তালতলী রেঞ্জের ফাতরার বনে দায়িত্বে থাকা আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, নোঙ্গরখানা কর্তৃপক্ষ একটি বানর নিয়ে এলে বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে এটি অবমুক্ত করা হয়। বন্যপ্রাণীর প্রতি আমাদের সবার ভালোবাসা থাকা জরুরি।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম