ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রান্নাঘরের সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৩ এপ্রিল ২০২২

বগুড়ার আদমদীঘিতে রান্নাঘরে বিদ্যুতের সংযোগ মেরামতের সময় রুবেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ এপ্রিল) সকালে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃত রুবেল উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইড় গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, রুবেল হোসেন পেশায় একজন কৃষক। শনিবার রাত ৮টায় তিনি বাড়িতে রান্নাঘরে বিদ্যুতের লাইন মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকালে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এসজে/এএসএম