আটা-ময়দা দিয়ে মোনাস-প্যানটোনিক্স তৈরি, সেই কারখানা সিলগালা
ওয়েস্ট আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ কারখানাটি সিলগালা করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর
চুয়াডাঙ্গার দর্শনায় ভেজাল ওষুধ উৎপাদনের অভিযোগে ওয়েস্ট আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ কারখানা সিলগালা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
ঠান্ডা-শ্বাসকষ্ট এবং গ্যাসট্রিকের চিকিৎসায় বহুল প্রচলিত মোনাস ১০ ও প্যানটোনিক্স ২০ ওষুধ দুটি আটা-ময়দা আর রং ব্যবহার করে তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি।
সোমবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় দর্শনা পৌরসভার কার্যালয়ের পাশে অবস্থিত কারখানাটিতে অভিযান চালায় অধিদপ্তরের তদন্ত কমিটি। এসময় কারখানার মালামাল জব্দ করা হয়।

এরআগে ভেজাল ওষুধ উৎপাদনের অভিযোগে কারখানার মালিক গিয়াস উদ্দিন ও তার সহযোগী আলী আক্কাস শেখকেকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। পরে ওই ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
তদন্ত কমিটির প্রধান ও ঢাকা ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আলম জানান, দর্শনা পৌরসভার পুরাতন বিল্ডিং ভাড়া করে ১০ বছর থেকে নকল ওষুধ তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানের মালিক গিয়াসউদ্দিন ও সহযোগী আক্কাস শেখকে গ্রেফতার করে ডিএমপি লালবাগ গোয়েন্দা পুলিশ। পরে ঘটনাটি তদন্তে নামে ওষুধ প্রশাসন। দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তে ওই প্রতিষ্ঠানে যায় তদন্ত কমিটি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ওয়েস্ট আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ কারখানা সিলগালা করা হয়। নকল ও ভেজাল ওষুধ উৎপাদনে ব্যবহৃত মেশিনারিজ জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।

সম্প্রতি নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে নামে ডিএমপি লালবাগ গোয়েন্দা পুলিশ। পরে ওয়েস্ট ল্যবরেটরিজের মালিক গিয়াসউদ্দিন ও তার সহযোগী নকল ওষুধের পাইকারি বিক্রেতা আলী আক্কাস শেখকে নকল ওষুধ ও প্রস্তুতের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। এসময় ১০ লাখ ৩৪ হাজার পিস নকল প্যানটোনিক্স ২০ ও ১৮ হাজার পিস নকল মোনাস ১০ ট্যাবলেট ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
পরে চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েস্ট ল্যবরেটরিজ কারখানায় অভিযান চালায় পুলিশ। সেখানে প্যানটোনিক্স ২০ ও মোনাস ১০ নকল ওষুধ তৈরি করা হতো বলে সংবাদ সম্মেলনে জানায় গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা শাখা প্রধান। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির চকবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
সালাউদ্দীন কাজল/এসআর/এএসএম