৪ বছরের মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে বাবা
গ্রেফতার অভিযুক্ত ইউসুফ
বরগুনায় চার বছরের নিজ কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইউসুফ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বরগুনার বামনা উপজেলায় পৈশাচিক এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন কার্গোশ্রমিক। সোমবার (৪ এপ্রিল) রাতে শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে বামনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল শিশুটির মায়ের। সাত থেকে আটমাস আগে আবাসনে থাকাকালীন তার অবর্তমানে তাদেরই চার বছরের শিশুকন্যাকে যৌন নিপীড়ন করেন তার স্বামী। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোপন রেখে বরগুনা এনে চিকিৎসা করানো হয়। সর্বশেষ দুদিন আগে শিশুটি আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়।
বামনা থানার ওসি বশিরুল আলম জাগো নিউজকে বলেন, পুলিশ শিশুটির বাবাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে বরগুনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান