ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কলাপাড়ায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৫ এপ্রিল ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পৌর মাছ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

jagonews24

তিনি জানান, ছোলাবুটসহ সয়াবিন তেলের দাম বৃদ্ধির দায়ে তিনজন মুদি দোকানি, দুজন মুরগি ব্যবসায়ী এবং পাঁচজন কাঁচামাল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাস জুড়ে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস