কৃষকদের ‘সাহস দিতে’ হাওরে বিভাগীয় কমিশনার
সুনামগঞ্জের ঝুঁকিপূর্ণ বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন
সুনামগঞ্জের ঝুঁকিপূর্ণ বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে হাওরের ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেকোনোভাবে হাওর অঞ্চলের ধান বাঁচাতেই হবে। তাই আমরা সর্বাত্মক চেষ্টা করছি ধানগুলো যাতে তলিয়ে না যায়। হাওরের কৃষকদের মুখে যাতে হাসি থাকে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘হাওরের পানি বাড়ার বিষয়টি প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। (তিনি) আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকতে। আমরা জানি অসময়ে নদীতে পানি আসায় আমাদের ঝুঁকি বেড়েছে। তবে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের সাহস দিতে হাওরে এসেছি। আশা করি কয়েক দিনের মধ্যে নদীর পানি কমে যাবে।’
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বিপৎসীমার মাত্র দশমিক তিন সেন্টিমিটার নিচ দিয়ে ৬.০৩ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকিতে পড়েছে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ।
মঙ্গলবার সকাল থেকে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে বাঁধের নিচে ফাটল ধরে হাওরে পানি ঢুকতে শুরু করেছে। এতে হুমকিতে পড়েছে ২৫ হাজার হেক্টর বোরো ধান। পানি আটকাতে হাওরে স্বেচ্ছায় দুই শতাধিক কৃষক কাজ করছেন।
লিপসন আহমেদ/এসআর/জিকেএস