রাঙ্গামাটিতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান
রাঙ্গামাটিতে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ির বিভিন্ন বাজারের মুদি দোকান, মাছের আড়ৎ, মাংস, সবজি বাজার ও শপিংমল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় জেলা প্রশাসক জানান, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ কাপড়ের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের অনুষ্ঠিত সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুসারে ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা সেটা তদারকি করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট মাঠে রয়েছে। তারপরও আমি নিজে বাজার পরির্দশন করে মনে হলো নির্ধারিত মূল্যেই পণ্যদ্রব্য বিক্রয় হচ্ছে। কোনো বিক্রেতা যদি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রয় করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শংকর হোড়/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ