মুক্তিপণের দাবিতে নির্যাতনে শ্যালকের মৃত্যু, দুলাভাই আটক
ফাইল ছবি
মুক্তিপণের দাবিতে অপহরণ করে দুই বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকার মানিকগঞ্জ থেকে যশোরে এনে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশু রিহানের দুলাভাই আবু বক্কর ফরিদকে (২২) আটক করেছে পুলিশ।
নিহত রিহান মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বাবুর্চির ছেলে। তিনি যশোর শহরের পালবাড়ি এলাকার মীর সাইদুল ইসলামের ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সকালে আবু বক্কর ফরিদ তার দুই বছরের শ্যালক রিহানকে মুক্তিপণের দাবিতে মানিকগঞ্জ থেকে অপহরণ করে যশোরে নিয়ে যান। পথে শিশুটিকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এসময় শিশুটির কান্নার শব্দ মোবাইলে তার বাবা-মাকে শোনান ফরিদ। বেলা সোয়া ১১টার দিকে শিশুর অবস্থা খারাপ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ একই বিভাগের ডা. আহম্মেদ তারেক শামসের উদ্ধৃতি দিয়ে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হিসাবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আবু বক্কর ফরিদকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
মিলন রহমান/আরএইচ/জিকেএস