ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৬ এপ্রিল ২০২২

নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শামীম (৩১) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শহীদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।

নিহত শামীমের খালা তানিয়া বলেন, দুপুরে একটি ভাঙ্গারি দোকানে স্থানীয় রাজ্জাকসহ কয়েকজন শামীমকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম