ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, লাখ টাকা জরিমানা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৬ এপ্রিল ২০২২

বিনা লাইসেন্সে ভুয়া চিকিৎসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে বেনাপোলের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অবৈধ ও নানা অব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা করে আসছিল। এ প্রতিষ্ঠানে দক্ষ প্যাথলজিস্ট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি ও চিকিৎসক নেই। উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি পরিদর্শন টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে এক লাখ টাকা জরিমানা করেন।

বেনাপোলে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, লাখ টাকা জরিমানা

এসময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইউসুফ আলী, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম