ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই মাস পর হিলি স্থলবন্দরে মটরশুঁটি আমদানি

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৭ এপ্রিল ২০২২

দুই মাস বন্ধের পর রমজানে দেশের বাজারে চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। খাঁন ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ভারতের বিহার থেকে পণ্যটি আমদানি করছে।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে মটরশুঁটি বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়।

jagonews24

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, প্রতি টন মটরশুঁটি শুল্কায়ন করা হচ্ছে ৪১০ ডলারে। তাতে প্রতিকেজি মটরশুঁটিতে ডিউটি পড়ছে প্রায় ২১ টাকার মতো। প্রথমদিন ভারতীয় একটি ট্রাকে ২ হাজার ৬৮০ কেজি মটরশুঁটি আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে প্রতিকেজি মটরশুঁটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। অন্যদিকে এসব মটরশুঁটি যাচ্ছে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুব হোসেন বলেন, চলতি রমজান মাসে চাহিদা থাকায় ও দেশে মটরশুঁটি সরবরাহ না থাকায় ভারত থেকে এসব মটরশুঁটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারে মটরশুঁটির ব্যাপক চাহিদা রয়েছে। দুই মাস বন্ধের পর আজকে আমরা আমদানি শুরু করেছি।

jagonews24

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, প্রতিকেজি মটরশুঁটি পাইকারিতে ৪০-৫০ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে। বাজারে প্রতি কেজি ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, বন্দর দিয়ে মটরশুঁটি আমদানি হয়েছে। মটরশুঁটি যেহেতু কাঁচাপণ্য আমদানিকারক যাতে এটি দ্রুত বাজারজাত করতে পারে সেদিকে লক্ষ্য রেখে দ্রুত শুল্কায়ন করা হচ্ছে।

মো. মাহাবুর রহমান/এমআরআর/জিকেএস