ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাম কমলে কৃষক ক্ষতিগ্রস্ত হন, বাড়লে ক্রেতারা নাখোশ: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৭ এপ্রিল ২০২২

দাম কমলে কৃষক ক্ষতিগ্রস্ত হন, বাড়লে ক্রেতারা নাখোশ হয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর সফল নারী কৃষি উদ্যোক্তা শাহীদা বেগমের পেঁয়াজ বীজ মাঠ পরিদর্শন কালে তিনি এ মন্তব্য করেন।

jagonews24

কৃষিমন্ত্রী বলেন, কয়েকদিন আগে পেঁয়াজের আমদানিপেঁয়াজ  বন্ধ হওয়ায় পেঁয়াজের দাম বাড়লো। মিডিয়া যা শুরু করেছে, মনে হলো দেশ সাগরে চলে গেল। পেঁয়াজ আমদানি আবার খুলে দেওয়া হলো। এখন পেঁয়াজের দাম অস্বাভাবিক কমে গেছে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, পচনশীল মসলা জাতীয় ফসল পেঁয়াজ। এর ব্যাপক চাহিদা থাকায় দেশব্যাপী কৃষক পেঁয়াজের আবাদ করে। সমস্যা দেখা দেয় সংরক্ষণ নিয়ে। আলুর মতো কোল্ডস্টরেজে এটি রাখা যায় না।

jagonews24

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজির আলম, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর উপ-পরিচালক ড. হজরত আলী, কৃষি উদ্যোক্তা শাহীদা বেগম, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক বক্তার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস