আখক্ষেত থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আখক্ষেত থেকে শহীদ মিয়া (৪০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে কাউনিয়ার চর গ্রামের আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহীদ মিয়া উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শহীদ মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার আগে আখক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রৌমারী থানার ওসি মুনতাসির বিল্লাহ জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুক্রবার (৮ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মাসুদ রানা/এসআর