যশোরে দুই ভাই হত্যার ঘটনায় আটক ৪
ফাইল ছবি
যশোরের চৌগাছায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বিপুল খান (৪০), তার ভাই মুকুল খান (৩৫), বিপুলের স্ত্রী বিলকিস (৩৫) এবং মা রিজিয়া বেগম।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সরদার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চায়ের দোকানে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, বিল্লাল, বিপুল ও মুকুল একই গ্রামের আয়ুব হোসেন ও ইউনুছ আলীদের ক্ষেতে কাজ করতেন। হঠাৎ বিপুল কাজে যেতে না চাওয়ায় বৃহস্পতিবার রাতে মুকুলের চায়ের দোকানে আয়ুব খানের সঙ্গে বিপুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিপুল আইয়ুব খানকে ঘুষি মারেন। তখন আয়ুব খান বাড়িতে গিয়ে ইউনুছ ও আসাদুজ্জামানকে ডেকে আনেন। এসময় উভয়পক্ষের বাগবিতণ্ডায় মুকুল, বিপুল, বিল্লালসহ তাদের স্বজনরা আয়ুব খান, তার ভাই ইউনুছ খান এবং ছেলে আসাদুজ্জামান খান রনিকে চাপাতি ও হাঁসুয়া দিয়ে আঘাত করেন। এতে ইউনুছ খানের দুটি হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে মারাত্মক আহত আয়ুব খান ও আসাদুজ্জামান খানকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আয়ুব হোসেন খানের মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বিপুল ও মুকুলসহ চারজনকে আটক করা হয়েছে।
মিলন রহমান/আরএইচ/এএসএম