পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে আবু তালহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার কঞ্চিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আবু তালহা ওই এলাকার আবু কালামের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলে শিশু শ্রেণিতে পড়াশোনা করতো।
দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় আবু তালহা। পরে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করেন। তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ