ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১০ এপ্রিল ২০২২

যশোরের বেনাপোলে অস্ত্রসহ রমজান মোল্লা (২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১০ এপ্রিল) ভোরে উপজেলার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রমজান মোল্লা ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।

jagonews24

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে
ওই এলাকায় অভিযানর চালিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ রমজান মোল্লাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস