ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে লরিচাপায় সংগীতশিল্পী নিহত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১০ এপ্রিল ২০২২

কুড়িগ্রামে লরির ধাক্কায় আশরাফুন নাহার মীম (১৮) নামের এক সংগীত শিল্পী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন গিটারিস্ট বিপুল নামের আরও একজন।

রোববার (১০ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মীম কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, মোটরসাইকেলে করে মীম ও বিপুল রংপুরের দিকে যাচ্ছিলেন। তারা বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি লরি তাদের চাপা দেয়। এসময় মীম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন বিপুল। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন‌্য তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।

ওসি আরও জানান, ঘাতক লরিটি থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাসুদ রানা/আরএইচ/জিকেএস