বিদেশি বন্দুকসহ বনদস্যু আটক
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সুপদিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি বন্দুকসহ বনদস্যু মোস্তাক মল্লিককে (৪০) আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড বন্দুকের গুলি, ভারতীয় ৫৯টি ৫০০ টাকার নোট, একটি মোবাইল ও আটটি সিম কার্ড উদ্ধার করা হয়।
আটক মোস্তাক মল্লিক বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা।
শনিবার বিকেলে অভিযান শেষে শ্যামনগরের মুন্সিগঞ্জে ফিরে এসব তথ্য জানান র্যাব-৬ কমান্ডার লে. কমান্ডার মাহফুজ।
তিনি জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যু মোস্তাককে আটক করা হয়েছে। তিনি বনদস্যু মঞ্জু বাহিনীর অন্যতম সদস্য।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন